এবার শাহরুখের মেয়ে সুহানার অভিনয় (ভিডিও)
শাহরুখ খানের মেয়ে সুহানার ছোট থেকেই অভিনয়ের খুব শখ। সেই সুহানাই স্কুলের প্রোগ্রামে ‘সিন্ডারেলা’ নাটকে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে । নাটকে সে নিজেই ছিল মুখ্য চরিত্রে।
সুহানার অভিনয় প্রসঙ্গে শাহরুখ বলেন যে , সুহানা অভিনয়ে এলে তাঁর কোনও আপত্তি নেই। তবে তিনি যা পরিশ্রম করে কেরিয়ার দাঁড় করিয়েছিলেন, তার থেকে পাঁচ গুণ বেশি পরিশ্রম করতে হবে। একইসঙ্গে শাহরুখ জানান, সুহানাকে ভাল কোনও অ্যাক্টিং স্কুলে পাঠাতে চান তিনি।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুটো ভিডিও ক্লিপিংস। তবে রূপকথার গল্পের একদম হুবহু অনুকরণ নয় বরং আজকের দিনের জেনারেশনকে মাথায় রেখে লেখা।
ভিডিও