অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজেই মাঠে ফিরছেন মালিঙ্গা
আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে শ্রীলংকা দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের লংকান দল ঘোষনা করা হয়।
শ্রীলংকার হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে খেলেছিলেন মালিঙ্গা। হাঁটুর ইনজুরির কারনে পরবর্তীতে তিনি দল থেকে ছিটকে পড়েন। এমনকি ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ ও আইপিএল’ও খেলতে পারেননি। পরে ডেঙ্গুর কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকেও বাদ পড়েন।
উল্লেক্ষ, আগামী ১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো ১৯ ফেব্রুয়ারি জিলংয়ে ও ২২ ফেব্রুয়ারি এডিলেডে অনুষ্ঠিত হবে।
স্কোয়াড : উপল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারাতেœ, দিলশান মুনাভিরা, কুশাল মেন্ডিস, মিলান্ডা সিরিভারদেনা, সচিত পাথিরানা, চামারা কাপুগেদারা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, ডাসুন চানাকা, লক্ষ্মণ সানদাকান, লাসিথ মালিঙ্গা, ভিকুম সঞ্জয়।
