Header Ads

Header ADS

সাকিবদের পাত্তা না দিয়ে বড় সংগ্রহের পথে ভারত

নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মত স্বাগতিক হিসেবে ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমেছে টাইগারেরা। প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ১২৬ রান। সকালের শুরুটা ভালোই করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। লোকেশ রাহুলকে প্রথম ওভারে বোল্ড করে সাজ ঘরে ফিরিয়ে দেন। প্রথমেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বিরাটের ভারত।কিন্তু সেই চাপ সামলিয়ে মুরালি বিজয় ও পূজারার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত।ব্যাটিংয়ে যখন বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। তখন বোলিংয়ে পরিবর্তন আনেন মুশফিক। পেস বোলারদের সরিয়ে প্রতিররোধ ভাঙার জন্য মিরাজকে নিয়ে আছেন।বোলিংয়ে এসেই আক্রমণত্বক হয়ে উঠেন মিরাজ। তখন ১৮ ওভা্রের খেলা চলছে বোলিংয়ে মিরাজ ব্যাটিংয়ে পূজারা। লেগ সাইডের একটি বল পুজারা ফ্লিক করলে রাব্বির হাতে যায়। এর মাঝে রান নিতে গিয়ে ভুল বুঝাবুঝি হয় পুজারা ও মুরালির মধ্যে। দুই জনি উইকেটের এক সাইডে চলে যান।কিন্তু তার পরেও তাদের রান রান আউট করতে পারেনি মিরাজ। বাংলাদেশ একাদশ: ১. তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী। ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার উমেশ যাদব।
Powered by Blogger.