Header Ads

Header ADS

ভারতের মাটিতে টেস্ট খেলা নিয়ে আশরাফুলের আক্ষেপ

দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৬১টি। দীর্ঘ এ সময়ে নানা কীর্তি গড়েছেন খেলার পাশাপাশি। বলছি বাংলাদেশের বিস্ময় বালক মোহাম্মদ আশরাফুলের কথা। তবে ভারতের বিপক্ষে সাদা জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৩ বছর জাতীয় দলে খেললাম কিন্তু ভারতের মাটিতে খেলা হলো না। ৬১টা টেস্ট খেলেছি। এটা অবশ্যই দুঃখজনক আমার জন্য ও দেশের জন্য।’ ভারতে ক্রিকেটকে অন্য মর্যাদায় দেখা হয়। দেশটি সবচেয়ে জনপ্রিয় এ খেলায় ভালো খেললে খুব সহজেই পাওয়া যায় জনপ্রিয়তা। এ কথা ভালো করেই জানেন আশরাফুল। কারণ এই ভারতের বিপক্ষে চট্টগ্রামের মাঠে ১৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। আর সে ইনিংসেই আলোচনার শীর্ষে উঠে আসেন অ্যাশ। উল্লেক্ষ, টেস্ট ক্রিকেটে অভিষেকের পর প্রায় ১৭ বছর পর ভারতের মাঠে খেলছে বাংলাদেশ। এতো বছর পর যারা এ টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তাদের অনেক ভাগ্যবান মনে করছেন আশরাফুল। তার এক সময়ের সতীর্থ তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহসহ সকল খেলোয়াড়দের শুভকামনাও জানান তিনি।
Powered by Blogger.