Header Ads

Header ADS

বিএনপি আবোল-তাবোল বকছে: কাদের

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'বিএনপি দুর্বল হয়ে পড়ায় আবোল-তাবোল বকছে।' বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ শেষে বার্নিকাট বলেন, 'ইসিকে কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে।' নতুন ইসির অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কী না তা নিয়ে ইতোমধ্যে সংশয় প্রকাশ করেছে বিএনপি। নবনিযুক্ত সিইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। তবে নতুন ইসিকে প্রত্যাখ্যান করেনি। বিএনপির এ অবস্থানকে রাজনীতিতে দুর্বল হয়ে পড়ার লক্ষণ বলে মনে করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির একেক জন একেক রকম কথা বলছেন। ফখরুল সাহেব এমন একটা ইঙ্গিত দিয়েছেন যে, ইসির কর্মকাণ্ড দেখার অপেক্ষায় আছেন। এটা যদি তাদের সকলের মত হয় তা হলে ভাল।’ নবনিযুক্ত সিইসিকে নিয়ে বিতর্কের কোনো কারণ নেই বলে মনে করেন ওবায়দুল কাদের। তাকে নিয়ে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, 'কেউ বলছেন জনতার মঞ্চের লোক, তাই তাকে সরে যেতে হবে। এখনও নাকি রাষ্ট্রপতির সুযোগ আছে সিইসিকে বাদ দেওয়ার। এসব আবোল-তাবোল কথা। দল দুর্বল হয়ে গেলে যা হয়! এত হতাশা বিএনপির ওপর ভর করেছে যে,তাদের কথাবার্তার কোনো মিল নেই।' ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি মানি না, মানবো না- এ মানসিকতায় ভুগছে। তারা এটা থেকে বের হতে পারছে না। তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।' কোন বিশ্বাস থেকে বলছেন বিএনপি নির্বাচনে আসবে- এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির তো রাজনৈতিক কৌশল আছে। তারা গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।’ মার্কিন রাষ্ট্রদূত জানান, ইসি গঠন প্রক্রিয়া ও ও পরবর্তী বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ' নতুন ইসিকে কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে।' ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের কারণ হিসেবে তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়গুলো ভালভাবে জানতে আমরা সব সময় আলোচনা করে থাকি।’ রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে-জানিয়ে বার্নিকাট বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চায়।’ বাংলাদেশ রোহিঙ্গাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে পুনর্বাসিত করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ পরিকল্পনা বাস্তবায়ন না করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে। স্থানীয়রাও এর বিরোধিতা করছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গারা ইতোমধ্যে আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইবো না যাতে তারা আবারও আঘাত পায়।’ রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
Powered by Blogger.