শেষ মুহূর্তে মেসির পেনাল্টিতে বার্সেলোনার রক্ষা

এর ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায় এখনো এক পয়েন্ট পিছিয়ে থাকলো কাতালান জায়ান্টরা।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বে প্যারিস-সেইন্ট জার্মেইর বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরে ইউরোপের সর্বোচ্চ আসরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় কাতালানরা।
রোববারও টেবিলের নিচের দিকের থাকা লেগানেসের বিপক্ষে আরেকটি বাজে ফলাফলের লজ্জায় ডুবতে যাচ্ছিল মেসি বাহিনী। কিন্তু শেষ মুহূর্তে সেই মেসিই আবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। ম্যাচের চতুর্থ মিনিটেই এই আর্জেন্টাইন সুপারস্টারের গোলেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ৭১ মিনিটে উনাই লোপেজ ম্যাচে সমতা ফেরান।
ম্যাচ শেষে বার্সা বস লুইস এনরিকে বলেছেন, 'আমরা জানি ম্যাচটা কঠিন ছিল। আসলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটার পরে নিজেদের ফিরিয়ে আনাটা জরুরি ছিল। এটা স্পষ্ট যে একটা মুহূর্তে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি বিশ্বাস করি দল ঘুরে দাঁড়িয়েছে।'
টানা ১৩ ম্যাচে জয়বিহীন থাকা লেগানেস এখনো রেলিগেশন জোন থেকে দুই পয়েন্ট ওপরে আছে। ম্যাচের শুরুতে লুইস সুয়ারেজের সহায়তায় মেসি দলকে এগিয়ে দিলে একটি সহজ রাতের অপেক্ষায় ছিল ক্যাম্প ন্যুর সমর্থকরা। যদিও লেগানেসও ছেড়ে কথা বলেনি। এজন্য অবশ্য গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকে ধন্যবাদ দিতেই হয়। অসাধারণ কয়েকটি বল তিনি রক্ষা করেছেন। জার্মান এই গোলরক্ষকে একা পেয়েও লিভারপুলের সাবেক উইঙ্গার নাবিল এল জাহার গোল করতে পারেননি।
প্রথমার্ধের শেষ মিনিটে আবারো এল জাহারকে হতাশ করেন টার স্টেগান। যদিও ৭১ মিনিটে লোজের সমতাসূচক গোলে টান স্টেগানকেই দায়ী করা যায়। ম্যাচের শেষ মিনিটে নেইমারের আদায় করা পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করলেও দলের পারফরমেন্স অসন্তুষ্ট মেসি কোনো ধরনের উদযাপন করেননি।
No comments