Header Ads

Header ADS

স্টোকসকে সাড়ে ১৪ কোটি রুপিতে কিনে নিল পুনে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের জন্য খেলোয়াড়ের নিলাম রোববার সকালে শুরু হয়েছে।

 সকাল সাড়ে ৯টায় বেঙ্গালুরুতে শুরু হওয়া নিলামে এখন চলছে মধ্যাহ্ন বিরতি। বিরতির পর অবিক্রিত খেলোয়াড়দের পুনরায় নিলামে তোলা হবে।

মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সাড়ে ১৪ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে রাইজিং পুনে সুপারস্টারস। স্টোকসের ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি।

এছাড়া আরেক ইংলিশ পেসার টাইমাল মিলসকে ১২ কোটি রুপিতে কিনে নিয়েছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।

অন্য তারকাদের মধ্যে দেড় কোটি রুপির ভিত্তি মূল্যের কিউই পেসার ট্রেন্ট বোল্টকে ৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স। একই দামে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস, যদিও তার ভিত্তি মূল্য ছিল এক কোটি রুপি। রাবাদার পাশাপাশি দুই কোটি রুপির ভিত্তি মূল্যের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে সাড়ে ৪ কোটিতে কিনে নিয়েছে দিল্লি।

নিলামে ২ কোটি রুপি ভিত্তি মূল্যের ইংলিশ পেসার ক্রিস ওকসকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।

আইপিএলের এবারের নিলামে প্রথমবারের মতো দল পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার— রশিদ খান ও মোহাম্মদ নবী। এদের মধ্যে ৫০ লাখ রুপি ভিত্তি মূল্যের রশিদ খানকে ৪ কোটি রুপিতে এবং নবীকে ৩০ লাখ রুপির ভিত্তি মূল্যেই কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

অন্যদের মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যানকে ২ কোটি রুপির ভিত্তি মূল্যেই কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এছাড়া শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ২ কোটির রুপির ভিত্তি মূল্যে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বিক্রি না হওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছে ইশান্ত শর্মা, মার্টিন গাপটিল, রস টেইলর, জেসন রয়, অ্যালেক্স হেইলস, জনি বেয়ারস্টো, মারলন স্যামুয়েলস, ইশ সোধি, ব্র্যাড হগ, ইমরান তাহিরের মতো তারকারা।

No comments

Powered by Blogger.