Header Ads

Header ADS

নগরকান্দায় মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর এলাকা থেকে মো. শাহজাহান শেখ (৪৩) নামের এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে রামনগর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তর জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় একটি সালিসে যান শাহজাহান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে এলাকার লোকজন ওই গমক্ষেতে তার লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পর ময়নাতদন্তর জন্য তা মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি এফ এম নাসিম বলেন, "মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। "

No comments

Powered by Blogger.