সেপ্টেম্বরে শর্মিলার বিয়ে?

স্থানীয় একটি সংবাদপত্রের দাবি, সেপ্টেম্বর মাসেই বিয়ে করতে পারেন তিনি। আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে ২০০০ সালের ৪ নভেম্বর থেকে অনশনে বসেছিলেন শর্মিলা। তারও আগে থেকে প্রবাসী ডেসমন্ডের সঙ্গে তার বহু দিনের পরিচয় ছিল।
এমনকী, শর্মিলা যখন আত্মহত্যা করতে গিয়েছিলেন, তখন ডেসমন্ড ইম্ফলেই ছিলেন। তবে অবশেষে চার হাত একসঙ্গে হতে চলেছে।
গত বছর ৯ আগস্ট অনশন প্রত্যাহার করেছেন শর্মিলা। তবে অনশন ভাঙায় তাকে পরিবার আর ফিরিয়ে নেয়নি। তাই ইম্ফলের বাড়িতেও তিনি আর জায়গা পাননি। আপাতত ইম্ফল হাসপাতালে সিকিউরিটি ওয়ার্ডেই তিনি দিন কাটাচ্ছেন
No comments