Header Ads

Header ADS

মাধবপুরে ঘরে মা-শিশুর ঝুলন্ত মরদেহ

হবিগঞ্জের মাধবপুরে শোয়ার ঘরে  মা ও শিশু ছেলের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার সকালে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে মা মিলি ও তার ছেলে দুই বছরের পথিকের মরদেহ উদ্ধার করা হয়। তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনার পর থেকে স্বামী পিন্টু দে ও তার মা পঞ্চমী দেব পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সকালে মিলির আত্মীয় রিক্তা দেব তাদের ঘরে সামনে গিয়ে মিলিকে ডাকতে থাকলে তার কোনো সাড়াশব্দ পায় না। পরে তিনি ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মা-ছেলেকে দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসে। খবর পেয়ে মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে মৌলভীবাজার জেলার কাশিপুর গ্রামের মঞ্জুলাল দেবের মেয়ে মিলির সঙ্গে বিয়ে হয় ঘিলাতলী গ্রামের মৃত প্রিয় লাল দেবের ছেলে পিন্টু দেবের সঙ্গে। বিয়ের পর পথিকের জন্ম হয়। এরপর পঞ্চমী দেবের সঙ্গে মিলির বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত।

মিলির বোন পাশ্ববর্তী দুর্গাপুর গ্রামের মাপ্পি দেব বলেন, 'খবর পেয়ে এসে দেখি ঘরের ভিতর আমার বোন ও তার সন্তানের লাশ ঝুলছে। বোনের স্বামী ও শ্বাশুড়ি এ সময়  বাড়িতে ছিলেন না। আমার বোনকে তার শ্বাশুরি মানসিকভাবে নির্যাতন করত। অনেক বার আমাদের কাছে এসব কথা বলেছে।'

স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ  সাংবাদিকদের বলেন, এ মৃত্যু রহস্যজনক।

তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, মা-ছেলের মরদেহ উদ্ধারের পর থেকে মিলির স্বামী পিন্টু ও তার মা পঞ্চমী দেবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত করে জানা যাবে।

No comments

Powered by Blogger.