Header Ads

Header ADS

থানায় নির্যাতন: বাউফলের এএসপি-ওসিকে তলব

পটুয়াখালীর বাউফলে থানা হাজতে আসামি হাফিজুর রহমান বিজয়কে নির্যাতনের ঘটনায় বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৭ ফেব্রুয়ারি তাদেরকে আদালতে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে।

 এ ছাড়া থানা হাজতে আসামি নির্যাতনের ঘটনা তদন্ত করে পুলিশের মহাপরিদর্শককেও (আইজিপি) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। রুলে থানা হাজতে হাফিজুর রহমান বিজয়কে নির্যাতন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই ঘটনায় আসামিকে ক্ষতিপূরণ দেওয়া ও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় পত্রিকায় 'বাউফলে এক আসামিকে ওসির রুমে নিয়ে নির্যাতনের অভিযোগ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বাউফল থানা হাজত থেকে এক আসামিকে ওসির রুমে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তার নাম হাফিজুর রহমান বিজয় (২৭)। বাবার নাম শামসুল হক খান। কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে তার বাড়ি।

এ ঘটনায় নির্যাতনের শিকার হাফিজুরের মা জোসনা বেগম সোমবার হাইকোর্টে একটি রিট করেন। রিটে বলা হয়, থানা হাজতে নিয়ে আসামি বিজয়কে লাঠি দিয়ে পিটিয়ে কয়েক দফা নির্যাতন করা হয়েছে। এরপর দুপুরে শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ূয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

No comments

Powered by Blogger.