পীরগঞ্জে টেম্পুর ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সোমবার সকাল ১১টার দিকে পরীক্ষা শেষ করে বাবার রিকশাভ্যানে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মনিরা খাতুন পীরগঞ্জ ইউনিয়নের রামপুরা গ্রামের মাহবুবার রহমানের মেয়ে ও আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মনিরা এসএসসির তথ্য-প্রযুক্তি পরীক্ষা শেষ করে বাবার রিকশাভ্যান করে বাড়ি ফিরছিল। পথে জামতলা এলাকায় একটি টেম্পু ধাক্কা দেয়। এতে মনিরা গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাবা অক্ষত রয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম রফিকুল ইসলাম জানান, মেধাবি শিক্ষার্থী মনিরা ২৫ মিনিটের ওই পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, টেম্পুকে আটক করা হয়েছে। এর চালক পলাতক রয়েছে।
No comments