শাহজালালে 'বিশেষ কৌশলে' আনা স্বর্ণসহ আটক ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাসেল খান নামের এক যাত্রীকে আটক করে ১২টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। তিনি 'বিশেষ কৌশলে' গুহ্যদ্বারে এসব স্বর্ণ নিয়ে এসেছিলেন।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সোমবার জব্দ করা স্বর্ণের ওজন প্রায় দেড় কেজি; যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৪৮ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন যাত্রী রাসেল খান। ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে তিনি এ উড়োজাহজে ওঠেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী উড়োজাহাজে ওঠার পর ১১বি নম্বর সিট থেকে তিনি স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। এরপর বিশেষ কৌশলে মলদ্বারে ঢোকান। দুবাইয়ের এক যাত্রী এই স্বর্ণবার ওই সিটে রেখেছিলেন।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাসেলকে বিমানবন্দর কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরের একটি শৌচাগারে গিয়ে বিশেষ কৌশলে রাসেলের কাছ থেকে এসব স্বর্ণবার বের করা হয়। বারগুলো দুটো করে ছয়টি পুঁটুলিতে যাত্রীর গুহ্যদ্বারে লুকানো ছিল।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, গ্রেফতার রাসেল খানের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। মঙ্গলবার আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
No comments