Header Ads

Header ADS

হিটলারের ফোন বিক্রি ১ কোটি ৯২ লাখ টাকায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের ব্যবহৃত একটি টেলিফোন নিলামে দুই লাখ ৪৩ হাজার ডলার অর্থাৎ এক কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৯০০ টাকায় (১ ডলার=৭৯.৩০ টাকা) বিক্রি হয়েছে।

 বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে রোববার অনুষ্ঠিত নিলামে নাৎসি নেতার লাল ফোনটি বিক্রি হয়। তবে এর ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। সরাসরি নয়, ফোনেই তিনি এই টেলিফোনটির দাম হাঁকান।

হিটলারের টেলিফোনটির নিলাম শুরু হয় এক লাখ ডলার দিয়ে। ফোনটির গায়ে অ্যাডলফ হিটলারের নাম খোদাই করে লেখা। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাংকারে ফোনটি পাওয়া যায়। জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সেনারা সুভ্যেনির হিসেবে এই ফোনটি তুলে দেন ব্রিটিশ ব্রিগেডিয়ার স্যার রালফ রাইনানের হাতে।

আলেক্সান্ডার হিস্টরিক্যাল অকশনস হাউজের কর্মকর্তারা বলছেন, ফোনটি ছিল 'গণ-বিধ্বংসী মারণাস্ত্র' কারণ অ্যাডলফ হিটলার এটি ব্যবহার করতেন। তারা বলেন, এই ফোনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দেওয়া নির্দেশে বহু মানুষকে হত্যা করা হয়।

তবে ফোনটি যতো দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিল শেষ পর্যন্ত তারচেয়েও কম দামে বিক্রি হয়েছে।

এ ছাড়াও নিলামে হিটলারের মালিকানাধীন অ্যালসেশিয়ান কুকুরের একটি মূর্তিও বিক্রি হয়েছে। পোরসালিনের তৈরি মূর্তিটির দাম উঠে প্রায় ২৫ হাজার ডলার। তবে এটি কিনেছেন অন্য এক ব্যক্তি

No comments

Powered by Blogger.