Header Ads

Header ADS

ভিক্ষুক খাবার চাইলে যা করলেন শাহরুখ

ধরাছোঁয়ার বাইরে থাকতে বাধ্য হন সেলিব্রেটিরা। যার মানে, বাধ্য না হলে হত-দরিদ্রদের এড়িয়ে চলতে অপছন্দ করেন তারাও। তারকা হলেও মাটির পৃথিবীর মানুষ তো। সাধারণের জন্য সবার মতো মায়া-মমতা রয়েছে তাদেরও। সেটাই এবার আঙুল দিয়ে দেখালেন শাহরুখ খান।

শনিবার বলিউড পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলতে শাহরুখ হ
াজির হয়েছিলেন মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়। রাতের খাবারের পর পরিচালক ও শাহরুখের আড্ডা শুরু হয়, তবে তা শেষ হতে হতে ভোর হয়ে যায়। আর ভোরবেলা রেস্তোরাঁ থেকে বেরতেই শাহরুখের সামনে এসে হাজির হন এক ভিখারি। তার অবদার, ‘না খেয়ে আছি, খাবারের ব্যবস্থা করেন।’

ভিখারিকে দেখে মমতায় শাহরুখ তার শরীর ঘেঁষে দাঁড়ান। মাথায় হাত দিয়ে তাকে বলেন, ‘এক্ষুনি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি।’

No comments

Powered by Blogger.