Header Ads

Header ADS

যেভাবে মিলল এসএসসির গণিত প্রশ্ন

SSC Exam Question 2017 Only Dhaka Board নামে একটি ফেইসবুক পাতায় ৯ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৭ মিনিটে ঘোষণা দেওয়া হয়, “১০০০% কমন গণিত প্রশ্ন দিব. Per Sub 800. কসম খেয়ে বলতে হবে যে কমনের পর টাকাটা দিবে। আর কাউকে শেয়ার করবা না। বা করলেও ১ জনের সাথে। যদি রাজি থাকো তাহলে What's up এ মেসেজ দিয়ে গ্রপে এড হও। What's up number 01744681139 call দিলে Block দিব।”
ফেইসবুকের এই গ্রুপেই দেওয়া হয় এসএসসির ঢাকা বোর্ডের প্রশ্ন ফাঁস করে দেওয়ার ঘোষণা।
প্রশ্ন চেয়ে যোগাযোগের পর মিলল সাড়া ওই মোবাইল নম্বরে শনিবার রাত ৮টা ১০ মিনিটে যোগাযোগ করা হলে রাত ৮টা ৫৬ মিনিটে হাতে লেখা গণিতের সৃজনশীলের এক সেট প্রশ্ন ইমেজ আকারে পাঠানো হয়।

 কখন, কীভাবে টাকা পরিশোধ করতে হবে জানতে চাইলে সে বিষয়ে কোনো আলোচনায় না গিয়ে রাত ৯টা ৮ মিনিটে ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ গণিতের ছাপানো ‘খ’ সেট সেট প্রশ্ন দেওয়া হয়। রাত ৯টা ৫৩ মিনিটে আসে ‘খ’ সেট প্রশ্নের হাতে লেখা উত্তর। ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে রাত ২টা ৪০ মিনিটে টেক্সট মেসেজ আসে- “মন দিয়ে শেষের ২টা সেট শেষ কর।

সকাল ৮টায় জানাবো কোন সেট আসবে, এমসিকিউ সকালে উত্তরসহ পাবা।” এরপর রাত ২টা ৪০ মিনিটে ‘ক’ সেটের ছাপানো প্রশ্ন দেওয়া হয়।
শনিবার রাত ২টা ৪০ মিনিটে দেওয়া হয় গণিতের সৃজনশীল অংশের প্রশ্ন, যে প্রশ্নেই হয়েছে মূল পরীক্ষা (ডানে); তার আগে আসে প্রশ্ন (বাঁয়ে) রোববার সকাল ৬টা ৪৬ মিনিটে ছাপানো এক সেট এমসিকিউ প্রশ্ন পাঠিয়ে বলা হয়, “সম্ভবত সেট চেইঞ্জ হয়েছে, এটা পড়।”

 সকাল ৬টা ৪৮ মিনিটে আবারও গণিতের সৃজনশীলের ‘ক’ সেট প্রশ্নপত্র পাঠিয়ে বলা হয়, “রাতে ‘খ’ সেট দিয়েছি আর এখন যে সেট (‘ক’ সেট) দিলাম সেখান থেকেই থাকবে ১০০০%।

তাই মেসেজ না করে পড়ায় মন দাও ভালো কিছু করতে পারবা।” সকাল ৯টা ৩৬ মিনিটে ছাপানো এমসিকিউ প্রশ্ন উত্তরসহ পাঠিয়ে বলা হয়, “১০০% কমন।”

 ওই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শনিবার রাত ২টা ৪০ মিনিটে ‘ক’ সেটের সৃজনশীল অংশের যে প্রশ্ন দেওয়া হয় রোববার সেই প্রশ্নেই পরীক্ষা হয়েছে।

রোববার সকাল ৯টা ৩৬ মিনিটে যে এমসিকিউ প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছিল, সেই প্রশ্নও হুবহু মিলেছে।

No comments

Powered by Blogger.