প্রযোজনায় আনুশকা শর্মা
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে আনুশকা শর্মার নতুন ছবি 'ফিল্লৌরি'র প্রথম ট্রেলার। রোমান্টিক এক ভূতের চরিত্রে এরই মধ্যে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।
শোনা যাচ্ছে, আনুশকার নতুন এ ছবিটি প্রযোজনা করছেন প্রেমিক বিরাট কোহলি। এ খবর নস্যাৎ করে আনুশকা সম্প্রতি জানান, বিরাট নয়, ছবিটি নিজেই প্রযোজনা করছেন।
আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস' ও 'ফক্স স্টার স্টুডিও'র যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে 'ফিল্লৌরি'। গত শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান আনুশকা।
তিনি আরও জানান, ছবিটির প্রযোজক হিসেবে বিরাটের নাম উল্লেখ করা এক ধরনের অন্যায়। কারণ আনুশকা পরিশ্রম করেই তার অবস্থান সৃষ্টি করেছেন, কারও ওপর নির্ভর করে নয়। এ ছবির অন্যান্য তারকাদের ক্ষেত্রেও তিনি একই কথা প্রযোজ্য বলে জানান।
প্রযোজনার পাশাপাশি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির গল্প এক রহস্যময় প্রেমের গল্প নিয়ে। চলতি বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাবে।
শোনা যাচ্ছে, আনুশকার নতুন এ ছবিটি প্রযোজনা করছেন প্রেমিক বিরাট কোহলি। এ খবর নস্যাৎ করে আনুশকা সম্প্রতি জানান, বিরাট নয়, ছবিটি নিজেই প্রযোজনা করছেন।
আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস' ও 'ফক্স স্টার স্টুডিও'র যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে 'ফিল্লৌরি'। গত শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান আনুশকা।
তিনি আরও জানান, ছবিটির প্রযোজক হিসেবে বিরাটের নাম উল্লেখ করা এক ধরনের অন্যায়। কারণ আনুশকা পরিশ্রম করেই তার অবস্থান সৃষ্টি করেছেন, কারও ওপর নির্ভর করে নয়। এ ছবির অন্যান্য তারকাদের ক্ষেত্রেও তিনি একই কথা প্রযোজ্য বলে জানান।
প্রযোজনার পাশাপাশি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির গল্প এক রহস্যময় প্রেমের গল্প নিয়ে। চলতি বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাবে।
No comments