Header Ads

Header ADS

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা : বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সোমবার এক জরুরী বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর রোববার প্রথমবারের মত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তর কোরিয়া রোববার তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল দাবি করার পর যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া নিরাপত্তা পরিষদকে এক জরুরী বৈঠকে বসার অনুরোধ করে।
পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী দেশ ইউক্রেন জানায়, স্থানীয় সময় সোমবার বিকেল ৫ টার দিকে বৈঠক হতে পারে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মাঝারি দূরপাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে।

দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপান সাগর অভিমুখে পূর্ব দিকে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত ছুটে যায়।

পিয়ংইয়ং অতীতেও একাধিক পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার বারবার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আক্রমণাত্মক বক্তব্যে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত আছে।

২০০৬ সালে উ. কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত দেশটির ওপর মোট ছয় দফা অবরোধ আরোপ করেছে।

No comments

Powered by Blogger.