Header Ads

Header ADS

ভোজপুরি তারকা রবি কিষাণের বিজেপিতে যোগদান

মনোজ তিওয়ারির পর এবার আরেক ভোজপুরি তারকা রবি কিষাণ যোগ দিলেন বিজেপিতে। রবিবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন এই বিখ্যাত অভিনেতা। তবে তার বিজেপিতে যোগদানের কথা আগেই ফাঁস করেছিলেন বিজেপি নেতা তথা আরেক ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি।

কোন রাজনৈতিক দলে রবি কিষাণের যোগদান এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের একজন অন্যতম মুখ।

ভোজপুরি ইন্ডাস্ট্রির এই অন্যতম সফল অভিনেতা মনোজ তিওয়ারি এবং কুণাল সিংয়ের পদাঙ্কই অনুসরণ করেছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এবার সক্রিয়ভাবে তাঁকে রাজনীতির আঙিনায় দেখা যাবে বলে ভক্তদের প্রত্যাশা বাড়িয়েছেন রবি।

No comments

Powered by Blogger.