শাহরুখের সঙ্গে সেলফি তোলা সেই তরুণী এখন বেকায়দায়!
বলিউড বাদশা শাহরুখ খানের সেলফির মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া সেই ২১ বছরের তরুণী সাইমা হুসেন মির এখন বেশ অস্বস্তিতে। তার কারণও ওই সেলফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এখন একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি।
কাশ্মীরের মেয়ে সাইমা পুণের সিমবায়োসিসের তৃতীয় বর্ষের ছাত্রী। কয়েক সপ্তাহ আগে ‘রইস’ মুক্তির সময় পুণের ওই কলেজ ক্যাম্পাসে সেলফির মাধ্যমে অচেনা ওই তরুণীকে তারকা বানিয়ে দেন বলিউড কিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফেলফি ভাইরাল হতেই তাকে নিয়ে এত হইচই জেনে প্রথমে বেশ আপ্লুতই হয়েছিলেন
কিন্তু খ্যাতির যে বিড়ম্বনাও কম নয়, তা এবার টের পাচ্ছেন সাইমা হুসেন মির। সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই নাকি নিয়মিত বিয়ের প্রস্তাব পেয়েই যাচ্ছেন তিনি। মাঝরাতেও আসছে উড়ো ফোন কল। সামাজিক যোগাযোগের মাধ্যমেও তিনি একই প্রস্তাব পাচ্ছেন। তাই তারকা বনে গেলেও এখনও বেশ অস্বস্তিতে পড়েছেন তিনি।
কাশ্মীরের মেয়ে সাইমা পুণের সিমবায়োসিসের তৃতীয় বর্ষের ছাত্রী। কয়েক সপ্তাহ আগে ‘রইস’ মুক্তির সময় পুণের ওই কলেজ ক্যাম্পাসে সেলফির মাধ্যমে অচেনা ওই তরুণীকে তারকা বানিয়ে দেন বলিউড কিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফেলফি ভাইরাল হতেই তাকে নিয়ে এত হইচই জেনে প্রথমে বেশ আপ্লুতই হয়েছিলেন
কিন্তু খ্যাতির যে বিড়ম্বনাও কম নয়, তা এবার টের পাচ্ছেন সাইমা হুসেন মির। সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই নাকি নিয়মিত বিয়ের প্রস্তাব পেয়েই যাচ্ছেন তিনি। মাঝরাতেও আসছে উড়ো ফোন কল। সামাজিক যোগাযোগের মাধ্যমেও তিনি একই প্রস্তাব পাচ্ছেন। তাই তারকা বনে গেলেও এখনও বেশ অস্বস্তিতে পড়েছেন তিনি।
No comments