Header Ads

Header ADS

এবার মহাকাশচারী হয়ে বক্স অফিস মাতাবেন আমির

দঙ্গল' সিনেমায় কুস্তিগীর মহাবীর সিং ফোগতের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান।
 
আবারও বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন এ জনপ্রিয় অভিনেতা। তবে এবার মহাকাশচারীর ভূমিকায়। খবর আনন্দবাজারের।
 
খবরে বলা হয়েছে, প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার জীবন কাহিনী নিয়ে নির্মিত হবে সিনেমা। যেখানে রাকেশের ভূমিকায় দেখা যাবে আমিরকে।
 
ছবির নাম 'স্যালুট'। সিদ্ধার্থ রায় কাপূরের নতুন প্রযোজনা সংস্থা রায় কাপূর ফিল্মসের ব্যানারে তৈরি হবে এই সিনেমা।
 
অ্যাড ফিল্মমেকার মহেশ মাথাই এই সিনেমা পরিচালনা করবেন। এর আগে ‘ভোপাল এক্সপ্রেস’ বা ‘ব্রোকেন থ্রেডস’-এর মতো সিনেমা তৈরি করে সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি।
 
সিনেমার স্ক্রিপ্টও তৈরি করা হয়েছে। আমির খানকে স্ক্রিপ্ট পড়েও শোনানো হয়। তাতে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান পিকে খ্যাত এ অভিনেতা।

No comments

Powered by Blogger.