বীমার টাকা পেতে ছেলেকে খুন
বীমার টাকার লোভে ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে হত্যা করিয়েছে লন্ডনে বসবাসরত ভারতীয় এক দম্পতি।মোট ১০ লাখ টাকা দিয়ে নীতীশ মুন্দকসহ দুই খুনিকে ভাড়া করেন ওই দম্পতি।
গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজকোট থেকে মালিয়া যাচ্ছিল গোপাল। পরিকল্পনা অনুযায়ীই নীতীশই তাকে নিয়ে মালিয়ার পথে রওনা হন। পথে অন্য ভাড়াটে খুনিসহ ছুরি নিয়ে গোপালের উপর হামলা চালায় তারা।
পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রাজকোটের হাসপাতালে গোপালের মৃত্যু হয়।
গুজরাটের পুলিশ বলছে, অনাবাসী ভারতীয় দম্পতিই এই খুনের নেপথ্যে রয়েছেন। ভাড়াটে খুনি নীতীশ মুন্দকে গ্রেফতার করার পর এ ষড়যন্ত্রের বিষয়টি জানা গেছে।
কেশোড় থানার ইনস্পেক্টর অশোক তিলভা জানান, অভিযুক্ত অনাবাসী ভারতীয় দম্পতিকে লন্ডন থেকে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
No comments