Header Ads

Header ADS

ঘুমন্ত স্বামীকে শীল-পাটা দিয়ে খুন করল স্ত্রী

রাজধানীর মালিবাগে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীকে শীল-পাটা দিয়ে আঘাত করে স্বামীকে খুন করেছেন এক স্ত্রী।
 
বুধবার সকালের ওই ঘটনায় দুপুরে ঘাতক স্ত্রী মোসুমী ইসলাম নাহারকে আটক করেছে পুলিশ।
 
নিহতের নাম অহিদুল ইসলাম চৌধুরী স্বপন (৬০)। তার কান ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
 
শাহজাহানপুর থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান জানান, ১৬৩ মালিবাগ বাজার রোডের নিজস্ব বাসার ৫ তলায় থাকতেন ওই পরিবার। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল।
 
স্ত্রীর অভিযোগ মতে, তার স্বামী কাজকর্ম করেন না। বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকেন। তাদের মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া হত।
 
বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় তার স্বামীকে শীল-পাটা দিয়ে আঘাত করেন স্ত্রী মৌসুমী। এতে মারা যায় তার স্বামী।
 
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

No comments

Powered by Blogger.