Header Ads

Header ADS

বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে : কোহলি

বাংলাদেশকে একমাত্র টেস্ট ম্যাচে হারানোর পরই আত্মতুষ্টির কোনো জায়গা নেই, সেটা বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।

তিনি প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন।


সোমবার বাংলাদেশকে হারানোর পর কোহলি বলেন, ‘আমাদের হৃদয় ও মন এখন অস্ট্রেলিয়া সিরিজে। এই মরসুমে এখনো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটাই সেরা। সেই সিরিজে ৪-০ জয়ের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই পারফরম্যান্সই ধরে রাখতে চাই।’


উপলের উইকেট বোলারদের সহায়ক ছিল না। তবে এই পিচে দু’ইনিংসেই বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মারা।

বোলারদের পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক বলেন, ‘এই উইকেট ব্যাট করার পক্ষে সহজ ছিল। টসে জিতে প্রথমে ব্যাট করে বড় ইনিংস কাজে দিয়েছে।

বাংলাদেশও প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজের আগে জয়ের অভ্যাস বজায় রাখাই আমাদের পরিকল্পনা ছিল। বোলাররাও ছন্দে আছে।

ওরা বিপক্ষ ব্যাটসম্যানদের আউট করার উপায় খুঁজে বার করেছে। ইশান্ত অসাধারণ বল করেছে। পেসারদের সঙ্গে স্পিনারদের জুটিও সফল হয়েছে। উমেশও নিজেকে মেলে ধরেছে।’

No comments

Powered by Blogger.