Header Ads

Header ADS

শচীন-প্রিয়াংকার লড়াই!

এবার যুদ্ধে নামছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং বলিউড অভিনত্রী প্রিয়াংকা চোপড়া। তবে এই যুদ্ধ বড় পর্দায়।

আগামী ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শচীন টেন্ডুলকারের জীবন কাহিনী নিয়ে তৈরি সিনেমা 'শচীন: আ বিলিয়ন ড্রিমস'।

কার্নিভাল মোশন পিকচার্সের ব্যানারে নির্মিতব্য ‘শচীন : আ বিলিয়ন ড্রিমস’ ছবিটি পরিচালনা করছেন জেমস আরস্কিন।

সঙ্গীতায়োজনে রয়েছেন এ আর রহমান। এই ছবিতে দেখা যাবে শচীনকেও। তবে ছবির অন্যান্য কলাকুশলী হিসেবে কারা রয়েছেন তা জানা যায়নি।

এদিকে একই সময়ে মুক্তি পাবে প্রিয়াংকা চোপড়া অভিনীতি হলিউডের বহু প্রতিক্ষিত ‘বেওয়াচ’ সিনেমা।

শচীন এবং প্রিয়াংকার সিনেমা দেখার অপেক্ষায় রয়েছে গোটা ভারত। তবে বক্স অফিসে শচীন নাকি প্রিয়াংকা কার জয় হবে তা দেখার জন্য ভক্তদের আরও অপেক্ষা করতে হবে।

No comments

Powered by Blogger.