Header Ads

Header ADS

অভাবের তাড়নায় অলিম্পিক পদক বেচলেন ওলগা

১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে বিশ্বকে তাক লাগানো সোভিয়েত জিমন্যাস্ট ওলগা করবাট সাতটি পদক ও ট্রফি নিলামে বিক্রি করে দিয়েছেন। বলা হচ্ছে, আর্থিক অনটনের মুখে এ কাজ করেছেন তিনি।

রুশ সংবাদমাধ্যম গ্যাজেটার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এক নিলামে ওলাগার দুটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকসহ সাতটি পদক ও ট্রফি বিক্রি হয় এক লাখ ৮৩ হাজার ডলারে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় মিউনিখ অলিম্পিকে জেতা একটি স্বর্ণপদক (৬৬ হাজার ডলার)।

ওলগা করবাটের জন্ম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বেলারুশে। ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ৬১ বছর বয়সী ওলগা এখন থাকেন অ্যারিজোনায়।

গ্যাজেটা জানিয়েছে, ওলগা করবাট আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছিলেন। আর এই পদকগুলোই তাকে অনাহার থেকে বাঁচিয়েছে।

১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে জিমন্যাস্টিকসে চোখ ধাঁধাঁনো সাফল্য পেয়ে তাক লাগিয়ে দেন ওলগা করবাট। ১৭ বছরের ওলাগার  নাম দেয়া হয়েছিল 'মিনস্কের চড়ুই'। মিষ্টি চেহারা ও নিষ্পাপ হাসিতে কোটি মানুষের মন জয় করে রাতারাতি ওলগা পরিণত হন কিংবদন্তিতে।মিউনিখে ওলগা জিমন্যাস্টিকসে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জেতেন। এরপর ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে জেতেন একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক।

ওলগার পদকগুলো নিলামে বিক্রির আয়োজন করে নিলামকারী প্রতিষ্ঠান 'হেরিটেজ অকশন্স'। ওলগা করবাট সম্পর্কে তারা বলেছে, 'আজকের জীবিত জিমন্যাস্টদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে যিনি ওলগার দ্বারা অনুপ্রাণিত হননি। জিমন্যাস্টিকসকে বিশ্বজুড়ে জনপ্রিয় করতে তার বিরাট ভূমিকা ছিল।'

অলিম্পিক গেমসে ওলগা করবুট 'অ্যাসিমেট্রিক বারে' যেসব নৈপুণ্য দেখিয়েছিলেন তার একটিকে বলা হয় 'করবাট ফ্লিপ'। কিন্তু খুবই বিপজ্জনক বলে বিবেচিত হওয়ায় এখন অলিম্পিক গেমসে এটি প্রদর্শন নিষিদ্ধ হয়েছে।

তবে ইউটিউবে ওলাগার সেই বিখ্যাত 'করবাট ফ্লিপ' এখনও দেখতে পারেন যে কেউ। বারের ওপর সমারসল্ট দিয়ে শুরু হয় এই ফ্লিপ।

No comments

Powered by Blogger.