Header Ads

Header ADS

তোপের মুখে আলিয়া

ছবির নাম নিয়ে তোপের মুখে পড়লেন 'উড়তা পাঞ্জাব'খ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

'বদ্রীনাথ কি দুলহনিয়া' ছবিটির নামকরণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে এক হিন্দু সংগঠন। আর এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে রীতিমতো বিপাকে পড়েছেন আলিয়া। মিডডের খবরে বলা হয়, ওই হিন্দু সংগঠন ইতোমধ্যেই সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছে একটি চিঠি জমা দিয়েছে। যেখানে ছবির নামে বদ্রীনাথ শব্দটি ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। সংগঠনের দাবি, বদ্রীনাথ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। ভগবান শিব ও লক্ষ্মীর দর্শনে হাজার হাজার মাইল দূর থেকে প্রতিবছর এই স্থানে ভিড় জমান ভক্তরা।

অথচ ছবিতে বদ্রীনাথের চরিত্রে একজন যুবকের প্রেম-ভালোবাসার কাহিনী তুলে ধরা হয়েছে। যা কোনোভাবেই মেনে নিতে পারছে না হিন্দু সংগঠনটি। আর তাই প্রতিবাদে শামিল হয়েছেন সংগঠনের সদস্যরা। এ প্রসঙ্গে আলিয়া জানান, 'বদ্রীনাথের স্ত্রীর চরিত্রে আমি অভিনয় করেছি। মূলত আমাকে ঘিরেই ছবির কাহিনী এগিয়ে যাবে।
তবে ছবিটির সঙ্গে ধর্মীয় কোনো বিষয় জড়িত নয়। তাই এটি নিয়ে আন্দোলন করার কিছুই নেই।

সূত্রটি আরও জানিয়েছে, শশাঙ্ক খৈতান পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ওই হিন্দু সংগঠন বদ্রীনাথ নাম পাল্টে শুধু বদ্রী রাখার পরামর্শও দিয়েছে সিবিএফসিকে। চলতি বছর ১০ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা।

পুরোদমে চলছে ছবির প্রচারও। এবার হিন্দু সংগঠনটির এমন দাবিতে নাম পরিবর্তন হলে, বিপাকে পড়তে পারে ছবির ইউনিট সবমিলিয়ে চলচ্চিত্র ঘিরে উগ্রহিন্দুত্ববাদে বেশ বিরক্ত বলিউড।
Powered by Blogger.