Header Ads

Header ADS

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকায় নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ দেশের বীর সন্তানদের সম্মান জানাতে তিনি ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। খবর বাসসের

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গে ব্রেন্ডে দুই দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন। তিনিই নরডিক দেশগুলোর প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ সফরে এলেন।

সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গে ব্রেন্ডেকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসান।

নরওয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সফর শেষে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন। -

No comments

Powered by Blogger.