Header Ads

Header ADS

'স্পেশাল' বেলে মুগ্ধ জিদান

চোটের কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন। তার অভাবটা অনুভবও করেছেন সতীর্থরা। গোড়ালির চোট কাটিয়ে ফিরলেও পুরনো সেই গ্যারেথ বেলকে দেখা যাবে কি-না তা নিয়ে অনেকেই ছিলেন সন্দিহান; কিন্তু তিনি যে বিশ্বমানের ফুটবলার। স্প্যানিশ লা লীগায় এস্পানিয়লের বিপক্ষে ম্যাচে ফিরেই নায়ক বনে গেছেন ওয়েলসের এ ফরোয়ার্ড। মাঠে নামার মাত্র ১২ মিনিটের মধ্যেই গোল করেন তিনি। তাতেই এস্পানিয়লকে ২-০ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে চারে নিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। গতকাল রাতে লিগেনাসের বিপক্ষে কাতালানরা জিতলে ব্যবধান কমে যাবে ১ পয়েন্টে। এই জয়ে নতুন রেকর্ড গড়ল রিয়াল। টানা ৪২ ম্যাচে গোল করল জিনেদিন জিদানের দল। আগের ক্লাব রেকর্ডটি ছিল টানা ৪১ ম্যাচের, যেটা তিনবার (১৯৫২, ১৯৮৯ এবং ২০১২) করেছিল এই রিয়ালই। কোনো লা লীগা ক্লাবের সবচেয়ে বেশি টানা ৪২ ম্যাচ গোল করার রেকর্ডটি বার্সেলোনার। ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত টানা ৪২ ম্যাচে গোল করেছিল কাতালানরা।

ম্যাচের বয়স তখন ৭১ মিনিট। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতেও উচ্ছ্বাসটা বেড়ে গেল। দলের প্রিয় তারকা বেল যে মাঠে নামার অপেক্ষায়। মোরাতার বদলে বেল যখন মাঠে নামেন, তখনই গ্যালারিজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। দর্শকদের আনন্দটা আরও বাড়িয়ে দিতে বেল সময় নিলেন মাত্র ১২ মিনিট। ম্যাচের ৮৩ মিনিটে দারুণ নৈপুণ্যে গোল করেন তিনি। এর পরও বেল জাদু দেখিয়েছেন। তবে নিজেকে ফিরে পেলেও এখনও শতভাগ ফিট নন বলে জানিয়েছেন ওয়েলসের এ ফরোয়ার্ড। সেরা ফর্মে ফেরার সঙ্গে রিয়ালের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন বেল, 'সম্পূর্ণ ফিট হতে আরও কয়েক সপ্তাহ লেগে যাবে আমার। তিন মাস কঠোর পরিশ্রম করার পর আমি ফিরেছি। ফিরতে পেরে এখন খুবই খুশি। আর দলের জয়ে একটি গোল করতে পারায় আরও বেশি আনন্দিত। দীর্ঘদিন বাইরে থাকাটা অনেক কঠিন। দল জয়ের মধ্যে ছিল, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা দুটি ট্রফিই (লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ) জিততে চাই এবং দলকে সাহায্য করাটাই আমার মূল লক্ষ্য।'

প্রিয় শিষ্যকে ফিরে পেয়েছেন। প্রত্যাবর্তনের ম্যাচে গোল করে আলোকিতও হয়েছেন বেল। কোচ জিদানের কাছে এই বেল 'স্পেশাল'। ম্যাচের পর ফরাসি তারকা বেলের প্রশংসায় পঞ্চমুখ, 'বেলকে ফিরে পাওয়ায় আমি খুবই খুশি। তার মতো একজন ফুটবলারকে তিন মাস পর ফিরে পাওয়া যে কোনো কোচের জন্য অবশ্যই আনন্দের। আমি তাকে বলেছি, যাও খেল এবং ফুটবলকে উপভোগ কর। সে একজন বিশেষ খেলোয়াড়।'

তিন মাস পর ফিরেই গোল করেছেন বেল। অথচ গত কয়েক ম্যাচে গোল পাননি বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআর সেভেন গোল না পেলেও চিন্তিত নন জিদান, 'আমি মনে করি না রোনালদো চিন্তিত আছে। সে খুবই খুশি এবং আমি মনে করি, সে ভালো একটা ম্যাচ খেলেছে। সতীর্থদের জন্য সে ভালো খেলেছে। সে গোল না পাওয়ায় আমি চিন্তিত নই। কারণ এই মৌসুমে সে গুরুত্বপূর্ণ সময়ে পার্থক্য গড়ে দিয়েছে

No comments

Powered by Blogger.