Header Ads

Header ADS

শেষ ষোলোতে বাংলাদেশ

শুরু আর শেষের কী দারুণ মিল। সকালে মিয়ানমারকে ১১-০ গোলে বিধ্বস্ত করে রোলবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে বাংলাদেশ পুরুষ দল। এরপর সন্ধ্যায় আরেকটি জয়ের উৎসবে মেতে ওঠেন আরাফাত আলমরা। গ্রুপ 'ডি'র শেষ ম্যাচে ফিজিকে ৯-০ গোলে হারিয়ে সেরা হয়েই প্রি-কোয়ার্টারে উঠেছে বাংলাদেশ। ছেলেদের পথ অনুসরণ করে বাংলাদেশ নারী দলও পেঁৗছে গেছে শেষ ষোলোতে। তবে মাঠের লড়াইয়ে নামতে হয়নি নুসরাত জাহানদের। মাঠে না আসায় ফিলিপাইনের বিপক্ষে আগাম ওয়াকওভার পেয়ে যায় বাংলাদেশ নারী দল।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে সকালবেলায় গ্যালারি পরিপূর্ণ ছিল না। ঘরের মাঠে প্রথম রোলবল বিশ্বকাপে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশ পুরুষ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। এক, দুই, তিন করে মিয়ানমারের জালে গুনে গুনে এগারবার বল পাঠান লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে বাংলাদেশের হয়ে ৩টি গোল করেন হৃদয়। আরাফাত, সাগর ও ওয়াটলার দুটি করে গোল করেন। দিপ্র আর ইন্তেসার করেন একটি করে গোল। মিয়ানমারকে উড়িয়ে দেওয়ার পর গতকাল সন্ধ্যায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজির মুখোমুখি হয় স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখানো বাংলাদেশ বিশ্বকাপে টানা চতুর্থ জয় তুলে নেয়। এর আগে হংকংকে ১৯-১ গোলে উড়িয়ে শুরু করা আসিফরা দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছিলেন ৯-২ গোলে।

টুর্নামেন্টে অপ্রতিরোধ্য বাংলাদেশ পুরুষ দল। ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন দেখা আসিফরা আছেন কক্ষপথেই। খেলোয়াড়দের এমন ধারাবাহিকতায় খুশি পুরুষ দলের কোচ আশরাফুল আলম মাসুম, 'এ দলটা সামঞ্জস্যপূর্ণ। এই টিমটা সম্পূর্ণ নতুন। দীর্ঘদিন ধরে এরা একসঙ্গে অনুশীলন করছে। সবাইকে মানসিকভাবে প্রস্তুতি করে এ সামঞ্জস্য আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে। তা সম্ভব হয়েছে ট্রেনিংয়ের মাধ্যমে। আমাদের টিমের স্পিরিটটা অনেক বেশি। আমাদের প্রধান শক্তিটা হলো দ্রুত আক্রমণ করা। যে কারণে গোলগুলো দ্রুত পেয়ে যাচ্ছি আমরা।'

ছেলেদের পথ অনুসরণ করে ছুটছেন মেয়েরাও। মিরপুর ইনডোরে গ্যালারি মাতাতে এসেছিলেন অনেক প্রমীলা দর্শক। চোটের কারণে রোলবল বিশ্বকাপে খেলতে না পারা নারী দলের এক নম্বর গোলরক্ষক তমালিকা। স্ট্রেচারের সহায়তায় মাঠে আসা এ নারী গলা ফাটিয়েছেন। যদিও বাংলাদেশের মেয়েদের এদিন ঘাম ঝরাতে হয়নি। ফিলিপাইন না আসায় ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় তাদের। খেলতে না পারায় কিছুটা আফসোস ঝরেছে নুসরাত জাহানের কণ্ঠে, 'খেলাটা যদি হতো আমরা আরেকটু অভিজ্ঞ হতাম। এটা খুবই স্বাভাবিক আরেকটি টিমের সঙ্গে খেললে তো আরও অভিজ্ঞতা অর্জন করা যেত। তাই অনুশীলনের দিক দিয়ে একটু ক্ষতি হলো আমাদের।' নারী দলের কোচ সুনীল গেটিও ম্যাচ খেলতে না পারায় হতাশ।

No comments

Powered by Blogger.