Header Ads

Header ADS

রায়ের কারণে পরিবহন ধর্মঘট দুঃখজনক: আইনমন্ত্রী

একটি মামলার রায়ের কারণে সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে দুঃখজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

 পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হন, জনগণকে কষ্ট না দিয়ে আদালতে গিয়ে বক্তব্য উপস্থাপন করুন।'

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায় নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে আদালত অবমাননা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটি আদালতের বিবেচ্য বিষয়।'

আইনমন্ত্রী বলেন, 'জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার বিচার দেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার উদাহরণ। মামলায় ছয় জঙ্গির মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মামলার রায় ঘোষণার মাধ্যমে আদালতে গতি ফিরে এসেছে। বিচারের গতি ধরে রাখলে মামলান জট আর থাকবে না।'

তিনি বলেন, 'এর আগে রকিব, রাজনসহ একাধিক হত্যা মামলা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। এসব মামলার সাক্ষ্যগ্রহণে কোনো বিলম্ব হয়নি। দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির যে দৃষ্টান্ত সৃষ্টি হলো-এতে প্রমাণ করে বিচার বিলম্বের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। এসব মামলার উদাহরণ সামনে রেখেই ভবিষ্যতে অন্যান্য আলোচিত  ও সাধারণ মামলায় নজর দেওয়া হবে এবং বিচার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।'

এসময় আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক উপস্থিত ছিলেন।

হোশি কুনিও হত্যা মামলার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, '২০১৫ সালে আমাদের দেশে কয়েকজন বিদেশি নাগরিককে হত্যার ঘটনা ঘটেছে। তার মধ্যে কুনিও ছিলেন একজন। তখন আমরা কথা দিয়েছিলাম, এসব হত্যাকাণ্ডের বিচার আইন মাফিক দ্রুত নিষ্পত্তি করা হবে। আজ আমরা সে কথা রক্ষা করতে পেরেছি।'

এজন্য তিনি রংপুর আদালতকে ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাসহ রাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'বিএনপির চেয়ারপারসন তার প্রত্যেকটি মামলায় গড়ে ২০ বার সময় নিয়েছেন। এ কারণে সহিংসতার মামলাগুলোয় দেরি হচ্ছে। আদালত যদি সময় দেন তাহলে আমাদের বলার কি আছে।'

তিনি বলেন, 'মামলা বিচারাধীন আদালতে, আর রায় দেবেন বিচারক, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।'

প্রসঙ্গত, মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হয়। এ ঘটনায় খুলনা বিভাগের দশ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যা হারের ঘোষণা দেওয়া হলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন।

এরই মধ্যের ঢাকার সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে সোমবার একটি ট্রাক চালক মীর হোসেনের ফাঁসির রায় হয়। এ নিয়ে রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ মঙ্গলবার সাংবাদিকদের জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা এখন অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে। আমরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আবার আলোচনায় বসব।

No comments

Powered by Blogger.