Header Ads

Header ADS

জবিতে ছাত্রী উত্যক্ত করায় ছাত্র বহিষ্কার

ছাত্রী উত্যক্তের অভিযোগে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

 বহিষ্কৃত সফিকুল গণি স্বপন সম্রাট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১০ ব্যাচের) ছাত্র।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ছাত্রী উত্যক্তের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে চারুকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (নবম ব্যাচ) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে আউটডোর পরীক্ষার কাজ (ন্যাচারাল পেইন্টিং স্টাডি) করতে ছিলেন। ওই সময় সমাজবিজ্ঞান বিভাগের সম্রাটসহ তার কয়েকজন বন্ধু বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করে পরীক্ষার কাজে ব্যস্ত ছাত্রীদের উত্যক্ত করতে থাকেন। এসময় চারুকলা বিভাগের একই ব্যাচের কয়েক ছাত্র প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রদের মারধর করে সম্রাট ও তার সহপাঠীরা। ছাত্রী উত্যক্ত ও মারধরের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়ে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন শেষে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উত্যক্তকারীদের শাস্তির দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত সম্রাটসহ জড়িত অন্যদের স্থায়ী বহিষ্কার না করলে ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

জবি প্রক্টর নূর মোহাম্মদ সমকালকে বলেন, 'শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠ তদন্তে বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতন রোধে গঠিত সেল কমিটির কাছে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.