Header Ads

Header ADS

শাহরুখ ১৩১ মিলিয়ন, কোহলি ৯২ মিলিয়ন

ব্র্যান্ড মূল্যে বলিউড তারকা শাহরুখ খানকে টপকানোর পথেই রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের টেস্ট দলের অধিনায়ক হবার পর কোহলির ব্র্যান্ড মূল্য বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। এতে শাহরুখকে পেছনে ফেলে ভারতের সর্বোচ্চ ব্র্যান্ড মূল্যের তারকা হবার পথেই এগোচ্ছেন কোহলি।

বর্তমানে ভারতের সর্বোচ্চ ব্র্যান্ড মূল্য শাহরুখের। তার ব্র্যান্ড মূল্য ১৩১ মিলিয়ন। শাহরুখের পরেই আছেন কোহলি। তার ব্র্যান্ড মূল্য ৯২ মিলিয়ন। পারফরমেন্স-জনপ্রিয়তায় কোহলির ব্র্যান্ড মূল্য দিন দিন তড় তড় করে যেভাবে বাড়ছে, তাতে খুব শিগগিরই শাহরুখকে পেছনে ফেললে অবাক হবার কিছুই থাকবে না।

ভারতীয় সেলিব্রেটিদের ব্র্যান্ড মূল্য নিয়ে কাজ করা ডাফ এন্ড ফেপ্লস কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যেভাবে পারফরমেন্স করছেন কোহলি, তাতে জনপ্রিয়তাও বাড়ছে দ্রুত। যে গতিতে কোহলি এগিয়ে যাচ্ছে তাতে শাহরুখকেও পেছনে ফেলে দেবে সে। পরিস্থিতি ঐ দিকেই যাচ্ছে।’

সাবেক ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের দায়িত্ব ছেড়ে দেয়ার পর ব্র্যান্ড মূল্য আরও বেড়েছে কোহলির। টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের মতই ব্র্যান্ড মূল্য বাড়ছে তার। ভারতের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানও ঝুঁকেছে কোহলির দিকে।

কোহলির দিকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ঝুঁকে যাওয়াটাই স্বাভাবিক। কারণ গেল এক বছর ধরে ক্রিকেট ব্যাট হাতে ২২ গজে আরও ভংকর হয়ে উঠেছেন তিনি। টেস্টে সর্বশেষ চার সিরিজে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরিতে অনেক রেকর্ডের মালিক হয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে বসিয়েছেন আইসিসি টেস্ট র‌্যাংকিং-এর শীর্ষে। ওয়ানডে অধিনায়কত্ব পাবার পর একটি মাত্র সিরিজে নেতৃত্ব দিয়েছেন। সেখানেও ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে কোহলির দল।

তাইতো নিজের মত করে ভারতীয় অ্যাটলেটদের স্বপ্ন দেখতে বললেন কোহলি। মুম্বাইয়ে সর্বভারতীয় রেভিনিউ স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে অ্যাটলেটদের উদ্দেশ্যে কোহলি বলেন, ‘স্বপ্ন দেখতে ভালোবাসো, স্বপ্নকে বাঁচিয়ে রাখো। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে পারলে যেকোন স্বপ্ন পূরণ সম্ভব। আমিও ঠিক একই কাজ করি প্রতিদিন।’

বর্তমানে ১৩টি কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন কোহলি। পেপসি, অ্যাডিডাস, অডি, কোলগেট, ভিকস, বুস্ট, টিভিএস ছাড়াও আরও বড় বড় কোম্পানির সাথে রয়েছেন তিনি। বছরে যার মূল্য প্রায় এক শ’ কোটি রুপি।



No comments

Powered by Blogger.