Header Ads

Header ADS

সাগরে চীনের নেক্সট জেনারেশন পরমাণু চুল্লি

হুমকি উপেক্ষা করেই বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট বানাচ্ছে চীন। আগামী ২০২০ সালের মধ্যে নেক্সট জেনারেশনের কয়েকটি ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে জানিয়েছে চীন সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তিবিষয়ক মুখপাত্র। উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে এই সমস্ত অত্যাধুননিক কেন্দ্র ব্যবহার করা হবে।

গত বছরের মার্চে প্রকাশিত পরিকল্পনায় পরমাণু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয় বিস্তারিত বিবরণ দেয় চীন। এছাড়া, সাগরে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদারের কথাও বলা হয় এতে। ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এই তৎপরতা জোরদার হবে। এদিকে ভাসমান পরমাণু চুল্লি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জেও বসানো হবে বলে এর আগে চীনা একটি দৈনিক খবর দিয়েছে।

দৈনিক সাউথ চায়না মনিং পোস্টের খবরে এই রকম পরমাণু চুল্লিকে ‘হেদিয়ানবাও’ বা ‘বহনযোগ্য পরমাণু ব্যাটারি প্যাক’ নামে অভিহিত করা হয়েছে। এগুলো বিতর্কিত দ্বীপপুঞ্জে বিদ্যুৎ শক্তি যোগানোর আদর্শ উৎস হয়ে উঠবে বলেও জানান হয়েছে। চীনে বর্তমানে ৩৬টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং আরো ২১টির নির্মাণকাজ চলছে।

No comments

Powered by Blogger.