সাগরে চীনের নেক্সট জেনারেশন পরমাণু চুল্লি

গত বছরের মার্চে প্রকাশিত পরিকল্পনায় পরমাণু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয় বিস্তারিত বিবরণ দেয় চীন। এছাড়া, সাগরে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদারের কথাও বলা হয় এতে। ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এই তৎপরতা জোরদার হবে। এদিকে ভাসমান পরমাণু চুল্লি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জেও বসানো হবে বলে এর আগে চীনা একটি দৈনিক খবর দিয়েছে।
দৈনিক সাউথ চায়না মনিং পোস্টের খবরে এই রকম পরমাণু চুল্লিকে ‘হেদিয়ানবাও’ বা ‘বহনযোগ্য পরমাণু ব্যাটারি প্যাক’ নামে অভিহিত করা হয়েছে। এগুলো বিতর্কিত দ্বীপপুঞ্জে বিদ্যুৎ শক্তি যোগানোর আদর্শ উৎস হয়ে উঠবে বলেও জানান হয়েছে। চীনে বর্তমানে ৩৬টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং আরো ২১টির নির্মাণকাজ চলছে।
No comments