Header Ads

Header ADS

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণার দায়ে নারী আটক

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে (ডিও লেটারসহ) এক নারীকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার নাম হাসিনা বেগম বলে জানা গেছে। শেরেবাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস জানান, ওই নারী নিজেকে হাসিনা বেগম দাবি করে এক ছাত্রীর ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষরসহ ডিও লেটার জমা দেন। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে দুপুরে ওই নারীকে পুলিশে সোপর্দ করেন। সন্ধ্যায় থানার ডিউটি অফিসার এসআই আলেয়া বেগম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে। বর্তমানে ওই নারী থানা হাজতে রয়েছে।

No comments

Powered by Blogger.