Header Ads

Header ADS

আফসোস নিয়ে ফিরলেন সৌম্য

দারুণ লড়াই করছিলেন সৌম্য সরকার। দলকে সাপোর্ট দেয়ার পাশাপাশি নিজের স্কোরও সমৃদ্ধ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। জাদেজার শিকার হয়ে ফিরে গেছেন তিনি। রান করেছিলেন ৪২। বাংলাদেশের স্কোর এখন ২২ ওভারে ২ উইকেটে ৭১ রান। বাংলাদেশ এখনোা ৩৮৮ রানে পিছিয়ে আছে। আজ চতুর্থ দিনে আরো ১৩ ওভার খেলা বাকি আছে।
তামিম ইকবাল আউট হওয়ার পর মুমিনুলকে নিয়ে হাল ধরেছিলেন সৌম্য। এই জুটি ৬০ রানের মূল্যবান পার্টনারশিপ উপহার দিয়েছিল। ৬৬ বলে তিনি এই স্কোর করেছিলেন।
এর আগে তামিম ইকবাল মাত্র ১১ বল খেলে ৩ রান করেছিলেন।।
এর আগে ভারত ৪ উইকেটে ১৫৯ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
স্কোর
ভারত : ৬৮৭ (ঘোষণা) এবং ১৫৯/৪ (ঘোষণা)
বাংলাদেশ : ৩৮৮ এবং ১০৩/৩।

No comments

Powered by Blogger.