Header Ads

Header ADS

আরাধ্যার প্রশংসায় ঐশ্বর্য

মেয়ে আরাধ্যার প্রশংসা করলেন ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্য বলেন, 'আমি খুব সেনসিটিভ। আরাধ্যাও ঠিক আমার মতো হয়েছে। আর এটা ওর একটা অসাধারণ গুণ।' বি-টাউনের জনপ্রিয় খুদে সেলিব্রিটিদের তালিকায় আরাধ্যা বচ্চন একেবারেই প্রথম সারির সদস্য। বচ্চন পরিবারের এই জুনিয়র সদস্যের পেছনে সব সময় লম্বা লাইন। সে কখন কোথায় যাচ্ছে, কী করছে সব খবরেই নজর পেজ-থ্রির। জন্মের পর থেকেই মেয়েকে আগলে রেখেছেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রকাশ্যে সব সময়েই প্রায় কোলে নিয়ে ঘুরেন। বাড়িতেও তার সঙ্গেই মেয়ের বন্ডিং সবচেয়ে ভালো। যতই ব্যস্ততা থাক মেয়েকে সময় দেয়াই ঐশ্বর্যর ফার্স্ট প্রায়োরিটি। সেই অনুযায়ী এখন কাজের সংখ্যা অনেক কমিয়েও দিয়েছেন এই নায়িকা। সব মিলিয়ে দিনের শেষে আরাধ্যা কী ভাবে খুশি করে মাকে? ঐশ্বর্যর জবাব, 'আমার মেয়ের হাসি আমাকে যে কোনও সময় ভালো রাখে।'

Powered by Blogger.