Header Ads

Header ADS

আলিয়া নাকি শ্রদ্ধা?

শিগগিরই যশরাজ ফিল্মস প্রযোজিত 'থাগ অব হিন্দুস্তান' ছবির কাজ শুরু হতে যাচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আমির খান। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন। নবাগতদের মধ্যে বাণী কাপুর কাজ করতে যাচ্ছেন। লাগবে আরও একজন তরুণী অভিনেত্রী।
কিন্তু তিনি কে?

এক প্রতিবেদনে জানা যায়, মহেশকন্যা আলিয়া ভাটের অভিনয় দক্ষতায় মুগ্ধ আমির খান। সে অনুযায়ী 'থাগ অব হিন্দুস্তান' ছবির জন্য আলিয়াকে নির্বাচনও করে ফেলেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। আলিয়া নয়, শ্রদ্ধা কাপুরকে ছবিটিতে নেয়া হতে পারে। এতে অভিনয় করার জন্য পরীক্ষাও দিতে হয়েছে 'আশিকি'খ্যাত এই শিল্পীকে! কিন্তু এ দুজনের কাউকেই চূড়ান্ত করা হয়নি। তাই বলিউডপ্রেমিরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটিতে কাকে নেয়া হচ্ছে, আলিয়া ভাট নাকি শ্রদ্ধা কাপুরকে?

এদিকে রুপালি পর্দায় নিজের চরিত্র কতটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলবেন, এ নিয়ে সব সময় খুঁতখুঁতে আমির খান। পাশাপাশি সহশিল্পীদের ব্যাপারেও তিনি বেশ মনযোগী। একটি ছবিকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রতিটি বিষয়ে শ্রম দেন বলিউডের এই সুপারস্টার।
Powered by Blogger.