Header Ads

Header ADS

প্রথম মিউজিক ভিডিওতে সোহানা সাবা

দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন। সম্প্রতি 'আমি দেখেছি তোমাকে ভেজা জানলার কাচে/আর চেয়েছি তোমাকে এক রঙিন শহরে/তুমি সে আমায় কাঁদালে/সব ভুলে কোথায় হারালে/দূর পথের ডাকে/আর পারি না পারি না ভুলতে তোমাকে'- এমন কথার গানের দর্শক-শ্রোতারা তাকে মডেল হিসেবে দেখতে পেলেন। এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন 'অস্তিত্ব'-খ্যাত নির্মাতা অনন্য মামুন।


প্রসঙ্গত, গানটিতে শত বছর আগের গল্প তুলে আনা হয়েছে। গল্পের সঙ্গে মিল রেখেই পুরো ভিডিওতে সাবাকে সাদাকালোয় ধ্রুপদী সাজে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতীকী অর্থে তার কপালের সিঁদুর রাখা হয়েছে লাল। তার সঙ্গে ছিলেন জাইন ও কাজী উজ্জ্বল। অন্যদিকে মিনারকে (গানটির কণ্ঠশিল্পী) চলতি সময়ের সাজে দেখা যায়।

উল্লেখ্য, সাবাকে এর আগে চলচ্চিত্র ও নাটকে দেখা গেলেও 'আমি দেখেছি তোমাকে' গানটির মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওতে দেখা দিলেন। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাবা জানান, মিনারের গান তার খুবই পছন্দের। অনন্য মামুনের পরিচালনাও ভালো লাগে। সব মিলিয়ে আনন্দের সঙ্গে ভিডিওটিতে অংশ নিয়েছেন তিনি।
Powered by Blogger.