Header Ads

Header ADS

৯ বছর পর মুক্তি পাচ্ছে ফারহানের 'প্রথম ছবি'

২০০৮ সালে ‘রক অন’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় ফারহান আখতারের। এই ছবি দিয়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন ফারহান। কিন্তু ‘রক অন’ এর আগে অন্য আর একটি ছবি দিয়েই ফারহান তার অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন। ‘ফকির অব ভেনিস’ ছিল সেই ছবি। নয় বছর পর সেই ছবি এবার মুক্তি পেতে চলেছে। জানা গেছে, আগামী ১০ মার্চ মুক্তি পাবে ‘ফকির অব ভেনিস’। এই ছবিতে ফারহান আখতার ছাড়াও আছেন আন্নু কাপুর। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ব্ল্যাক কমেডি ছবিটি। যেখানে মুম্বাইয়ের দুই বাসিন্দা ভেনিসের উদ্দ্যেশ্যে যাত্রা করে। আর সেখানে গিয়ে একটা আর্ট প্রোজেক্ট করবে বলে মনোস্থির করে। আর তার পরেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলে গল্প।
Powered by Blogger.