মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিটনের স্ত্রী-বোন
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইচ্ছুক দুর্বৃত্তদের গুলিতে নিহত এ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদা জাহান স্মৃতি এবং লিটনের বড় বোন আফরোজা বারী।
শনিবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন তারা। স্মৃতি গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হলেও আফরোজা দলের কোনো পদে নেই।
এদিকে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আবেদনপত্র বিতরণ শনিবার থেকে ধানমণ্ডি কার্যালয়ে শুরু হয়েছে। প্রথম দিন এমপি লিটনের স্ত্রী ও বোন ছাড়া আর কেউ আবেদনপত্র সংগ্রহ করেননি। মনোনয়নপ্রত্যাশীরা আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। সোমবার বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এর পর আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে মনোনয়ন পেতে ইচ্ছুকদের সাক্ষাৎকার শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন ঘাতকের গুলিতে নিহত হওয়ায় গাইবান্ধা-১ আসনটি শূন্য হয়েছে। আগামী ২২ মার্চ এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
-
শনিবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন তারা। স্মৃতি গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হলেও আফরোজা দলের কোনো পদে নেই।
এদিকে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আবেদনপত্র বিতরণ শনিবার থেকে ধানমণ্ডি কার্যালয়ে শুরু হয়েছে। প্রথম দিন এমপি লিটনের স্ত্রী ও বোন ছাড়া আর কেউ আবেদনপত্র সংগ্রহ করেননি। মনোনয়নপ্রত্যাশীরা আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। সোমবার বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এর পর আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে মনোনয়ন পেতে ইচ্ছুকদের সাক্ষাৎকার শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন ঘাতকের গুলিতে নিহত হওয়ায় গাইবান্ধা-১ আসনটি শূন্য হয়েছে। আগামী ২২ মার্চ এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
-
