Header Ads

Header ADS

ভারতে অভিনেত্রীকে অপহরণ করে গাড়িতে শ্লীলতাহানী

অপহরণের পর গাড়িতেই শ্লীলতাহানীর শিকার হয়েছেন ভারতের মালয়ালম ছবির অভিনেত্রী ভাবনা। এ ঘটনায় গাড়ির ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার মধ্য রাতে শুটিং শেষে বাসায় ফেরার পথে কোচি শহরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভাবনার গাড়ির চালক মার্টিনকে ঠেলে ফেলে দিয়ে ভাবনার ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। গাড়িতে তাকে আটকে রেখে ঘণ্টাদেড়েক শহরের নানা জায়গায় টহল দেয়। অভিনেত্রীর শ্লীলতাহানি করে, তার নানা ছবি ও ভিডিও তোলে। তারপর পালারিভাত্তম এলাকায় তাকে ফেলে পালিয়ে যায় তারা।

পরে ওই নায়িকা নিজে গাড়ি চালিয়ে কাছাকাছি থাকা এক প্রযোজকের বাড়ি আসেন। তার অভিযোগ, তার প্রাক্তন গাড়ি চালক এই ঘটনায় যুক্ত।

জানা যাচ্ছে, ভাবনার বর্তমান গাড়ি চালক মার্টিনেরও এতে হাত থাকতে পারে। সে তার সহযোগীদের নিয়ে আগে থেকে ছক কষে এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। তবে মূল সন্দেহভাজন ভাবনার প্রাক্তন গাড়ি চালক সুনীলকুমার। অবশ্য এখনো তাকে গ্রেফতার করা যায়নি।

ভাবনা বর্তমানে তার পরবর্তী ছবি হানি বি-২’র কাজ করছেন। সে ছবির প্রযোজকের সাহায্যে তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।

No comments

Powered by Blogger.