বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে আজ শনিবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
আড়কান্দি বাজার বণিক সমিতির সভাপতি সুফল কুমার দাস ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার রাত ২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রাজবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে খায়রুল বাশার খানের হার্ডওয়ার দোকানে ২০ লক্ষাধিক টাকা, সুদেব দাসের কাপড়ের দোকানে দেড় লাখ টাকা, সুজিত শর্মার ফার্নিচারের দোকানে ৮ লাখ টাকা, ইমরান হোসেনের কাপড়ের দোকানে ৭লাখ টাকা, শংকর কর্মকারের জুয়েলার্সের দেড় লাখ টাকা, আ: রশিদের কোকারিজ ও ভাঙ্গারী দোকানে ৬ লাখ টাকা, আজাদের সারের দোকানে ৭ লাখ টাকা, ইদ্রিস আলীর কাপড়ের দোকানে ২লাখ টাকা, খলিলুর রহমানের ১ লাখ টাকা ও সঞ্জয় শর্মার দেড় লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
সকালে উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
No comments