Header Ads

Header ADS

ফরিদপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের নগরকান্দায় সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন ধরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

 শুক্রবার রাত ১১ টার দিকে নগরকান্দার গজারিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ভাঙা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ পরিবহনের ওই বাস ও কাভার্ড ভ্যানে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ১৩ জন নিহত হন। আহত হয়েছেন ১৫ জন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফায়ার সাভির্সের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আট জনকে মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Powered by Blogger.